সেই দিন গুলি ভেবে গভীর নিশি
মেঘবরণ কেশে এক বেনিতেই বামপাশে সিঁথি
চিকন অধর ছেয়ে মিষ্টি মুখে মুক্তা ঝরা হাসি
মেয়ে! জন্ম জন্মান্তরে তোমায় বড্ড ভালবাসি।
কচি কণ্ঠের প্রথম স্বর এখনও ভাষে কানে
অমত্ত ঊষায় সুহৃৎ সকলের মাঝে
একলা আমায় শুনিয়েছিলে নির্লুপ্ত বদনে।
ভেবেছিলে তোমার সাথে পড়ুয়া আমি কেউ
মনোহর অভিব্যক্তিতে ছড়িয়ে ছিলে সাবলীল কথার ঢেউ
তাইতো প্রণয়া ভিলাষী হৃদয় স্পর্শ করেনি আর কেউ।
ধুতুরা ফুলের ডগার মত নাসিকা তোমার মায়াবী চখের নিচে
এত মায়া, এত ভালবাসা আছে বল কিসে ?
কিশোর কালের অদ্ভুত আবেগ হারিয়েছিল সব দিশে
যৌবন পেরিয়ে বৃদ্ধ হলেও থাকবো তোমাতে মিশে।