তুই আমারে মানা করিসনা মা
কথাই যদি না পারি বলতে তোর ভাষায়
তাহলে আমি বাঁচব বল কিসের আশায়।
ঐ, ঐযে আসছে নওল জোয়ার
ঘোচাতে সব অমাবস্যার আঁধার।
ছেড়ে দে মা, হারিয়ে সকল দিশে
আমি যাই বাংলার মিছিলে মিশে।
কথা দে আমায়, যদি না আসি ফিরে
কাঁদবি না আর আমায় মনে করে।
ভাষার দাবী নিয়ে থাকব মাঝ রাস্তায় বসে
ওরা যদি মারে আমায় রাস্তায় পিষে
সে মরণ কভু হবে না’কো মিছে।
বসন্তকে শুধু কৃষ্ণচূড়াই রাঙ্গাবে না
আমার রক্তেও লিখবে বাংলা মায়ের ভাষা।
হোক সে ২১ শে ফেব্রুয়ারী আথবা ৮ ই ফাল্গুন
এ বসন্তেই দেখাব বিশ্বে বাঙ্গালীর রক্তের আগুন।