মাটির দেহ মাটি খাবে পাবে না’কো বিছানা
মিছাই কেন সাজাও এত স্বাদের ঠিকানা।
যে সন্তানরে করলে মানুষ মুখে দিয়ে সোনার চামুচ
সেও তো পাশে রবেনা
মিছাই কেন সাজাও এত স্বাদের ঠিকানা।
আজ যারে বলছ ভাই!
আন্ধার ঘড়ে সেও তো পাশে নাই,
থাকবে শুধু ঈমান আমল
তার তো খবর রাখলানা,
মিছাই কেন সাজাও এত স্বাদের ঠিকানা।
দুই দিনেরি দুনিয়া তার যে কত বাহাদুরি
লোভের বসে করলে কত ছলচাতুরী
হিসাব কেন রাখলা না
পাপের পাল্লা ভারী হলে দেখবে তোমায় কোনজনা।
হিসাব তোমায় দিতেই হবে – ঘুষ তো দিতে পারবানা,
শেষ বিচার মালিক আছেন গুরু একজনা।
এখনও আছে সমায় ,এস শান্তির নায়ে,
হাল ধরছেন নবী কেও তো নয় তার তুলনা
মাফ করবেন রহমানের রহীম, যার দুনিয়ার মালিকানা।