তুই যে ধুরন্দর এক সাহা মিথ্যা বলিস ডাহা
দেশের তরে নাই কোন তোর মায়া তুই যে বড় বেহা।
ভরাতে নিজের থলি জাতীকে দিলি বলি।
নাই তো কোন ভাষা! তোরে দেব গালি।
হাজার কথার এক ধরেছিস মহা ভেগ
ভুলে গেলি লক্ষ শহীদের ত্যাগ।
ছল করিয়া কান্ধে টানছিস বল
দেশবাসী জানে, তুই নাইকা হলি খল।
সাম্প্রদায়িক সম্প্রীতি যতই করিস না ক্ষুর্ণ
সত্যর তোরে মিথ্যা হবেই হবে চূর্ণ।
মৌচাকে ছুড়ে ঢিল! এখন দিচ্ছিস মিল
ইচ্ছে করে সপাৎ জোরে পিঠে দেই কিল।
ভাল সেজে আড়াল হতে তামাসা  দেখছিস চেয়ে
শয়তানের দোসর, ওরে কালসাপিনী রক্ষিতার মেয়ে।