আজকের দিনে যদি  বাংলার গ্রাম গুলোর দিকে তাকিয়ে দেখা যায় , দেখতে পাবো গ্রাম গুলো থেকে হাজার হাজার যুবক কিশোরে পাড়ি দেয়  দূরের  ভিন রাজ্যে I আর আজকের গ্রামের যে ইকোনমি তার চালিকা শক্তি তারাই I আমাদের ছোট বেলাকার গ্রাম আর আজকের গ্রামের মধ্যে  ইকোনমিক ফারাক অনেক , আজকের গ্রাম অনেক সচ্ছল , কিন্তু তার আসল কারণ ওই ছেলে গুলো যারা অন্য রাজ্যে  শ্রমিক এর  কাজ করে I যাদের  আমরা নাম দিয়েছি পরিযায়ী I, তারা তো আমাদের ই একজন I I  তাদের সম্মানে এই লেখা টুকু I  



কে যেতে চায়  বল ?
যতই গরিব হোক , ফুটো চাল, ফাটা মানভূম, I
তবুও আমার মা,   রুক্ষ চুল ফাটা ঠোঁট
তবুও  কি যেতে ইচ্ছে  হয় !
গ্রাম ছেড়ে  মাটি ছেড়ে --
কিন্তু যেতে হয়-


দুবেলা ভাত খাবে , পার্বনে  লুচি I
বাবার নতুন গামছা হবে বছরে
মা যেন গোড়ালির জন্য কিনতে পারে ভেসলিন I
বোন যেন আর ছেঁড়া ফ্রক না পরে -
তাই যেতে হয়. ,
নেতাদের পিছু ঘুরে ১০০ দিনের ভিক্ষা
কিংবা চোর হতে হয়  ,
হবোনা II
তাই যেতে হয় I


এখানে সত্যি কিছু নেই I
পাথর খাদান আর দু চাট্টে পাথর ভাঙার কল I
ইটের ভাটা, একটা রাইস মিল ,
শিল্প বলতে পুরো জেলার এই তো সম্বল I
আর প্রতি বছর জন্মনিচ্ছি
আমরা  হা ভাতের দল I
, যাবো না ?
এখানে কি খাবো বল. ?
তাই যেতে হয় , ১৬ পেরোলেই ,
বয়স বাড়িয়ে চলে যেতে হয়. I


আমাদের কালো কালো প্রেমিকার
ছেঁড়া ফ্রক আর  অপুষ্ট  স্তন ,
তবুও তো চোখে  স্বপ্ন
বুকে সেই ঘন শিহরন.
তাকে পাবো বলে  ছেড়ে যেতে হয়
১৬ পেরোলেই চলে যেতে হয়. I


যে বয়সে লোকে খেলা করে ,
নতুন কলেজ গিয়ে প্রেমে পড়ে ,
কিংবা কমুনিজম এর অংকুর গজায়
কচি কচি দাড়ি রেখে শখের বিপ্লবী হয়
  
তখন শ্রমিক হবার উচ্চাশায় ,
ঘর –গ্রাম- রাজ্য ছেড়ে আমাদের
এদেশের কোনো প্রান্তে চলে যেতে হয় I
আমাদেরও  খেলা ছিল ,
হোক উঁচু নিচু মাঠ কিংবা ছেঁড়া ফুটবল ,
তাতেই উজাড় হতো অফুরন্ত দম I
মাঝে মধ্যে টুনামেন্ট ভেড়া কিংবা খাসি ,
লড়েছি মরন পন আক্রমণ প্রতি আক্রমণ I


ছোট  ক্লাব ঘর  ছিল , খড়ের ছাউনি
খেজুর চাটাই এ বসে আড্ডা খৈনি
সিনেমা, ক্রিকেট আর নাটক ঝুমুর
সেই ছোট  ক্লাব ঘরে অজস্র দুপুর  I
শিলাই  নদীর তীরে  মেলা শীতকালে
চাপা জিন্স  সান  গ্লাস নীল সাইকেলে
আমরাও  দল  বেঁধে পিছু পিছু ঘুরি ,
টুম্পা রুইদাস আর ময়না বাউরি I


আজ গ্রাম পেট   ভরে খেতে  পায় I
মাথা উঁচু করে খায় I
ছোট ভাই স্কুলে পড়ে,
বোনটা কলেজ এ যায়  I


আমরা কর্নাটকে শিল্প গড়ি,
বাংলায় গড়ি গ্রাম  ,
মায়ের চোখের জল আমাদের ঘাম
মিলেমিশে দেশ গড়ি  I


পরিযায়ী সংখ্যা নই  আমরা মানুষ I
কবেযে শিখবে দিতে প্রাপ্য সম্মান  ?