সুখ তুমি কোথায় গেলে?
পাইনা তোমার দেখা;
তুমি আমায় ছেড়ে গিয়ে,
করে গেছ একা।
সুখের আশায় আমি যে পথ,
নিয়ে ছিলাম খুজে;
সে পথে দেখি সুখ নেই,
গিয়েছি আমি বুঝে।
সুখের সাথে আমি ছিলাম,
জড়িয়ে একাকার;
তাই, সুখ আমায় দিয়েছে,
শুধুই অন্ধকার।
সুখের পরে এখন আমার,
ধরা দিয়েছে দু:খ;
দু:খ পেয়ে এখন আমি,
হয়েছি পথভ্রষ্ট।
দুখের ছোঁয়া পেয়ে আমি,
বুঝেছি সুখ কি?
দুখযে এত কষ্টের আগে বুঝিনি।
দুখে দুখে কাঁটে বেলা,
একা নির্জনে;
অনেক দিন হয়না দেখা,
সেই সুখের সনে।


# রচনাকাল #
১২/০৬/২০১৪ খিস্টাব্দ।