নারী হচ্ছে মায়ের জাতী,
নারী হচ্ছে ভগ্নি;
এই নারীর জন্যই জ্বলে,
পৃথিবীতে অগ্নি।


নারী হচ্ছে আদরের,
নারীই দেয় কষ্ট;
নারী করে জীবনটাকে,
তিলে তিলে নষ্ট।


তবু পুরুষ চায় তাকে,
করতে চায় সুখি;
কিন্তু নারী অভাগী,
করে সেই পুরুষকেই দুখি।


নারী মন বুঝে না,
পুরুষের মন;
পুরুষ মন বুঝতে চায়,
নারীর কামন।


কিন্তু নারী দেয়না,
পুরুষকে সুযোগ;
তার বিরুদ্ধে আনে,
শুধুই অভিযোগ।


নারীর জন্য পৃথিবীতে,
যত কিছু পাওয়া;
নারীর জন্য পৃথিবীতে,
সব কিছু দেয়া।


এই নারীই করে আপন,
করে আবার পর;
এই নারীই একজনকে ছেড়ে,
গড়ে অন্যের সাথে ঘর।


নারীর মন সহজে,
বুঝা যায় না;
নারীর মন সহজে,
পায়াও যায় না।


নারীর জন্য হয়েছে সব,
হয়েছে বিশ্ব জয়ী;
সেই নারীই পৃথিবীর
শ্রেষ্ঠ ছলনাময়ী।


রচনাকালঃ ২৫/০৫/২০১৫ খ্রি.
সময়ঃ ১৪:২৯