তোমার অপেক্ষায় আমি,
তুমি কি আসবে;
আবারো কি আমায় ভালোবাসবে।


তোমার অপেক্ষায় আমি,
তুমি কি মাতবে;
আবারো কি আমার হাতে হাত রাখবে।


তোমার অপেক্ষায় আমি,
তুমি কি সাজবে;
আবারো কি আমার বীণার তারে নাচবে।


তোমার অপেক্ষায় আমি,
তুমি কি আবার হাসবে;
আমার মনের অগোচরে আমার পাশে বসবে।


তোমার অপেক্ষায় আমি,
তুমি কি জাগবে;
আবার আমায় নতুন করে তোমার পাশে ডাকবে।


তোমার অপেক্ষায় আমি,
তুমি আর একবার নাহয় আসো;
আমায় ভালোবাসো।
আমায় কাছে ডাকো;
পাশে পাশে থাকো।
আবার আমায় ধরো;
একটু আদর করো।
ফিরে আসো কোলে;
সব কথা ভুলে।
আবার না হয় কাঁদাও;
মনের সাজে সাঁজাও।
হয়তো ভিজবে চোখ;
তাতেও পাবো সুখ।


আমার কথা ভেবে
আবার আসো তুমি
কারণ, তোমার অপেক্ষাতে আমি।


রচনাকালঃ ১৭/০১/২০১৬ খ্রি.
সময়কালঃ ১৪:৫৪