কষ্ট নিয়ে আছি বেঁচে
কষ্ট নিয়ে ঘুরি,
এখন আমি আমার জন্য
কষ্ট ফেরি করি।


কষ্টে কষ্টে কাঁটছে দিন
কষ্টে কষ্টে রাত,
অনেক অনেক কষ্টেই কাঁটে
প্রতিটা প্রভাত।


একটু সুখের আশায়
করেছি কষ্টকে বরণ,
সেই কষ্টই আমায় এভাবে
করতেছে হরণ।


তোমার দেয়া কষ্টগুলি
কষ্ট নাহি লাগে,
কারণ, তোমার ফিরার আশায়
আমি পথের অগ্রভাগে।


তুমি আসলে কষ্ট আমার
হয়ে যাবে তুচ্ছ,
না আসসলে তুমি
সারাজীবন, বাঁধবো কষ্টের গুচ্ছ।


কষ্টে আছি জানে না কেউ
জানে না কো তুমি,
যদি তোমায় জানাই
আরো কষ্ট পাবো আমি।


আমার কষ্টের ভুবনেতে
সুখে আছি আমি,
আমার কথা মনে হলে
ফিরে এসো তুমি।


রচনাকালঃ ২০/০১/২০১৬ খ্রি.
সময়কালঃ ১৫:১০