তুমি কান্না করলে আদর করার মানুষ আছে,
হাত ধরে শশুর বাড়ি যাওয়ার মানুষ আছে,
পাশে শুয়ে গল্প বলার মানুষ আছে,
চুলে হাত বুলিয়ে ঘুম পাড়ানোর মানুষ আছে,
ভেজা চুল মুছে দেয়ার মানুষ আছে,
চুল আঁচড়িয়ে দেয়ার মানুষ আছে,
চুল খোপা করে দেয়ার মানুষ আছে,
চুল বেনী করে দেয়ার মানুষ আছে,


খাওয়ার আগে ও পরে হাত ধুঁয়ে দেয়ার মানুষ আছে,
নখ বড় হলে তা কেঁটে দেয়ার মানুষ আছে,
খায়িয়ে দেয়ার মানুষ আছে,
ঝাল লাগলে মুখে ফু দেয়ার মানুষ আছে,
বিষম খেলে মাথায় হাত বুলিয়ে দেয়ার মানুষ আছে,
হাচ্চি দিলে আলহামদুলিল্লাহ্‌ বলার মানুষ আছে,
মুখ মুছে দেয়ার মানুষ আছে,


অফিসে দিয়ে আসার মানুষ আছে,
অফিস থেকে নিয়ে আসার মানুষ আছে,
অফিসে গিয়ে খায়িয়ে দএএয়ার মানুষ আছে,
অফিস থেকে ছুটি এনে দেয়ার মানুষ আছে,
অসুস্থতায় প্রোক্সি অফিস করে দেয়ার মানুষ আছে,


ঘর গোছাতে সাহায্য করার মানুষ আছে,
ঘর মুছায় সাহায্য করার মানুষ আছে,
রান্নাতে সাহায্য করার মানুষ আছে,
রান্না করাতেও মানুষ আছে,
বাজার করাতে মানুষ আছে,


সব কিছুতেই তোমার মানুষ আছে,
সেটা তোমার স্বামী


আমার তো শুধু তুমি ছিলে,
সেই আমার তুমি, এখন অন্য কারো তুমি।


রচনাকালঃ ২ জুন, ২০১৭ খ্রি.
সময়কালঃ ১৭:১৫ (আন্তঃ সময়)
প্রকাশকালঃ ২ জুন, ২০১৭ খ্রি.