অরুণোদয়ের পথে
                              বিনয় ভট্টাচার্য্য
                          
এক বন্দর থেকে আরেক বন্দরে
পণ্য বোঝাই জাহাজ এগিয়ে চলেছে
অবিরাম সাগরের বুক চিরে
উত্তাল সাগরের ঢেউ ঝড় তুফানে
ডলফিন গুলো কেমন খেলা করে আনন্দে
ডিগবাজি খায় ঢেউয়ের মাথায়
ঢেউগুলো ক্রমাগত আছড়ে পড়ে জাহাজের গায়
একঝাঁক সিগাল সঙ্গ দেয় সর্বক্ষন
মাঝসমুদ্রে জাহাজ প্রহর গুনছে বন্দরের প্রতীক্ষায়
কম্পাস দেখে দূরবীণ চোখে মন শুধু
ফিরে যেতে চায় স্বদেশভূমে
জন্মভূমির ভালোবাসার ছোট্ট কুটিরে
পরম উষ্ণতা মাখা মুক্ত মায়ায়
পরাধীনতার শৃঙ্খলহীন পরিপূর্ণ স্বাধীনতায়
অরুণোদয়ের পথে নিরাশার কুয়াশা আর অন্ধকার সব ধুয়ে মুছে সাফ হয়ে যায়।
******************