মেঘের পাখায় ধুমকেতুনাচ উড়িয়েছি খাঁকি প্রেমের মাঠে
তখনো সবুজ ক্ষুধার বায়োস্কপ মেলে ধরে জীবনানন্দের বনলতা সেন
বৃষ্টিমেয়ের কোমর ফেঁপে ওঠে সূর্যের তৃষ্ণার্ত আঙুলে
ঘর্মাক্ত নারীর ঋতুপাঠে আমার স্ববিরোধের ইতিহাস কে জানতো
সামুকের গুহায় সাপের সহবাস দেখেছে শেকড় আর আধোসি বটঘাট
বৃষ্টিকেলির বৈঠা বেঁকে যায় সময়জ্বরে--
আমার কুড়িয়ে পাওয়া মেদেনি শব্দগুলো হতে থাকে
গরম তেলেভাজা বুন্দিয়া তোমার নরম লুচির প্লেটে।


(এই কবিতাটি অনন্যা প্রকাশনি থেকে ‘‘বিন্দুবন্দি লাটিম” কাব্যগন্থে প্রকাশিত হয়েছে ২০১৮ এর বই মেলায়)