থোকা থোকা চোখ ধরেছে চোখডালে
কাঁচা পাকা চোখের বৃন্তসেলাই কচি পাতার আড়ালে
পাকা চোখগুলো আবাদি মেঘের ডানা -- নীল ঘ্রাণ উড়ে উড়ে
জরিনশেকলে বাঁধে কবির তৈলাক্ত বয়স--
কাঁচা চোখগুলো রৌদ্রকলসে ফুলবৃষ্টির গোসল সেরে
ঘাসফড়িং এর সাথে খেলে শরৎকেলি--
রিংটোনের মৃদু কম্পনে ষোড়শী নদীর স্রোত বেঁকে যায়
কবি ওঠে দাঁড়ায় সাপের ঘরে-- চোখের লাবণ্য উষ্ণতায় কাঁচামিঠি বাসর
ছুঁয়ে দ্যাখে আরো একবার-- চোখডালে দোল খায় হলুদ পাখির
আবৃত্তি ঝরে-- অবশ চাউনি তবু পাপড়ি মেলে ধরে অবসাদে--


একশিশি শব্দকুঁড়ি চিৎকারে ফেটে ওঠে
না-না-না বোরকাপুরির ওপারে একটা শহর আছে
আছে লবঙশরীর লীনাশাড়ির নীল ঘ্রাণে ভেজা সবুজ জঠর
শিশু কিশোর ভ্রুণের আবাদি মাঠে কৃষকের ঘামঝরা চাষ।


(এই কবিতাটি অনন্যা প্রকাশনি থেকে ‘‘বিন্দুবন্দি লাটিম” কাব্যগন্থে প্রকাশিত হয়েছে ২০১৮ এর বই মেলায়)