ধূলোর আসোরে বসে জীবনকে খুঁড়ে দেখা হলো আরো একবার
নিঃশ্বাসের সিঁড়ি ভাঙতেই রক্তপাতা ওলটে যায় একের পর এক
ভাগ্যযুদ্ধে ঝলসানো পালক খসে পড়ে আহত পথের বাঁকে
রঙতরী রাত সমুদ্রের ফেনা ভাঙে
তোলে না আলোর পাল
অস্তচলা মোহনায় আটকে যায় সময়নোঙর


মৃত্যুনীল চারা একদিন বেড়ে ওঠে
বালিয়াড়ি স্রোত মুছে ফেলে স্মৃতিচর
পরাজিত সৈনিক একেএকে ছিঁড়ে ফেলে বটবৃক্ষের পাতা
শুধু থাকে একবিন্দু শিশির সবুজ ঘাসের বুকে


হাঙ্গুরি রোদ পোড়ায় জুয়েলারি কাব্য
ফেরাউনের তির খেয়ে ধনুকবতি তৃষ্ণা
লুটিয়ে পড়ে জুম ফসলের কোলে
দহনমিছিলের যাত্রি আগুন ভিক্ষা করে দ্বারে দ্বারে
কালান্তরের ফুটো থাল হাতে…