বুনো হাড়ের বাঁশিতে ওঠে সুরের জোয়ার
সোনালি বিকেলে নিকেল মাখানো দারুচিনি সালাদ
শিহরণ জাগায় নিঃশ্বাসের খাঁজেখাঁজে
রৌদ্রহরিণ পিঠ চুলকায় আমার বাঁশঝাড়ে
জানি না কখন কেমন করে বেড়ে ওঠলো
আরো একটি বাঁশের ডগা
জগৎ বুঝি না মানচিত্র খুঁজি না শুনি না বুড়ির গল্প
আমার প্লেটে ভাগ দিতে চাই যে যা খুশি ভাবুক।


(এই কবিতাটি অনন্যা প্রকাশনি থেকে ‘‘বিন্দুবন্দি লাটিম” কাব্যগন্থে প্রকাশিত হয়েছে ২০১৮ এর বই মেলায়)