আমি কবি তাই মসজিদ মন্দিরে যাই,
আমি কবি তাই পতিতালয়েও যাই।
আমি কবি তাই গীতা কুরআন পড়ি,
আমি কবি তাই হুইস্কিতেও দেই চুমুক।
আমি কবি তাই আমার কোন ধর্ম নেই,
আমি কবি তাই আমি নাস্তিকও নই।
আমি মাঝে মাঝে খোদার অস্তিত্বে সন্দিহান হয়ে পড়ি,
ফের আমি আবার খোদার অস্তিত্বের প্রমাণ তুলে ধরি।
আমি নই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান,
আমি নই স্রস্টার নাফরমান।
আমি কবি আমাকে মুক্তমনে ভাবতে দাও,
আমি কবি আমাকে মুক্তকলমে লিখতে দাও,
আমি কবি আমাকে বাকস্বাধীনতায় বলতে দাও।
♣♣♣♣♣♣
২১/০৭/১৮