কবি মানে নয় শুধু প্রেমের কবিতা লিখা
কবি মানে নয় শুধু প্রেমের গান গাওয়া,
কবি মানে সহস্র মানুষের মাঝে অনন্য এক
কবি মানে ঘুমন্ত জাতির জাগ্রত বিবেক।
কবি মানে সমগ্র জাতির কর্ণধার
কবি মানে মূর্ত-প্রতীক স্বাধীনতার,
কবি মানে বিশ্বাসে বেঁচে থাকার অধিকার
কবি মানে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের অঙ্গীকার।
কবি মানে বিদ্রোহী কণ্ঠ মজলুম মানবতার
কবি মানে সত্য-মিথ্যে ধর্ম-অধর্মের হুংকার,
কবি মানে শত্রু মিত্র আস্তিক-নাস্তিকতা'র।
কবি মানে সতীহারা নারীর আর্ত-চীৎকার,
কবি মানে প্রাণ শত হৃদয়ের আকুলতা'র,
কবি মানে সহস্র ফুলের সুবাস পবিত্র ভালোবাসার।
কবি মানে এক অঘোষিত নেতা বিপ্লবী জনতার,
কবি মানে নিষ্পাপ হাঁসি কবি ও কবিতার।


তাং-১০/০৭/১৮ঈ,