প্রলয়ঙ্করী তুফান আসতে দেখেও
ঘুমিয়ে কেন আজো!!
কোন তামাশায় হুশ হারিয়ে
কিসের আশায় চুপটি মেরে
বসে আছি আজো!!
ভাইকে ভাবি পর আমরা
শত্রু কে ভাবি আপন।
নিপীড়ন ছাড়া কী-ই-বা আছে
অদৃশ্যপীঠে লিখন।
যখন আমরা নিজেদের মধ্যে
শত দলে-দ্বন্ধে বিভক্ত।
তখনি আমাদের শত্রুরা  সব
টুটি চেপে ধরতে ঐক্য।  
যখন আমরা আপনা মহল
আলেয়ার আলোয় রাঙাতে ব্যতিব্যস্ত।  
তখনি আমাদের গাঁ কামানের গোলায়
জ্বলে-পুড়ে পুরো ভস্ম।  
পেট পূজা আর তসবিহ জপায়  
যখন  সবে বেজায় মত্ত।
তখনি আমাদের পুরোটা দেহ
বুলেট-বেয়োনেটে ক্ষত-বিক্ষত।
গান-বাজনা আর নাইট-ড্রিংক্সে
আমরাতো উঠি মেতে ।
সম্ভ্রম হারায়ে আমাদের বোনটি
নিভৃতে যায় কেঁদে ।
আমাদের ভাইয়ের রক্ত নিয়ে
যারা হোলি খেলায় মাতে।
তাদেরতো আমরা ভোজন করায়
পরম যত্নে আহ্লাদে।