বিবর্তনের উল্টো পথে ফিরছে মানুষ আদি স্রোতে
আত্ম সুখে রক্তপাতে ধ্বংস লীলার অভিঘাতে।
মেতেছে মানুষ অস্ত্র খেলায় হত্যা লীলার দাবানলে।
পুড়ছে জীবন পুড়ছে মনন অভিশপ্ত সেই অনলে।
তবে কেন পশু পাখিরা থাকবে নিয়মের ব্যতিক্রমে?
তারাও ফিরুক শতসহস্র পশ্চাৎপদ অতিক্রমে।
ফিরছে মানুষ আদিম যুগে আত্মসুখে ভুলে সম্প্রীতি
ভুলছে তারা রীতিনীতি, স্নেহ, প্রীতি,আত্ম সংস্কৃতি।


বিলুপ্তরাও তাই আজ একত্রে আসুক ফিরে
বিবর্তনের উল্টো হাতটি ধরে,আত্ম নীড়ে।
আসুক ফিরে ডাইনোসর,পান্থসর অতিকায় দানবেরা
অস্তিত্বের সুতীব্র সংগ্রামে ফিরে আসুক বিলুপ্তরা।
আসুক ফিরে এককোষী,বহুকোষী,চতুর্পদী বিলুপ্ত জীব
সাথে ফিরুক মাংসাশী ভয়ঙ্কর হাজারও সরীসৃপ।
বিবর্তনের উল্টো পথে মানুষ যদি হাটতে শেখে প্রত্যাঘাতে,রক্তপাতে,আত্মসুখের বিজয় রথে
প্রানীদেরও হোক প্রত্যাবর্তন বিবর্তনের উল্টো পথে।