(কবিতাটি লিও তলস্তয়ের "ইলিয়াস" গল্প অবলম্বনে রচিত।)


নাম তার বাসকির মহম্মদ ইলিয়াস
রাশিয়ার উফাতে ছিল তার নিবাস।
নিজ চেষ্টায় প্রচুর পরিশ্রম করে
বহু অর্থ সম্পত্তি এনেছিল ঘরে।
প্রতিবেশীরা তাই তাকে হিংসা করে।
ইলিয়াস ছিলো খুব অতিথি পরায়ন
অতিথিদের যত্নে রাখত সারাক্ষণ।
তারপর ঘটে যায় দুর্যোগ জীবনে
একে একে বিচ্ছেদ ঘটায় আপন জনে।
বড়ো ছেলে মারা যার মারামারি করে
ছোট ছেলে ঝগরুটে বউ ঘরে আনে ধরে।
তাই ইলিয়াস তাদের বিতাড়িত করে।
কিছু ঘোড়া মারা যায় প্রাকৃতিক দুর্যোগে
বাকী গুলো চুরী করে কিরঘিজে।


সম্পত্তি হারিয়ে ইলিয়াস হল সর্বত্যাগী
তার সাথে ছিলো সর্বদা স্ত্রী শামসে মাগী।
প্রতিবেশী মহম্মদ শা এর করুনা হল
সে ইলিয়াস কে নিজ গৃহে কর্মে নিযুক্ত করল।
সুখে দুখে আত্ম সুখে তাদের দিন কাটতে লাগল
একদিন মহম্মদ শায়ের বাড়িতে এল বহু অতিথি
ইলিয়াসের অবস্থা নিয়ে করল হাসাহাসি।
তখন ইলিয়াস বলল জ্ঞানের কথা
সম্পত্তি হারিয়ে তার নেই অন্তরে ব্যথা।
তাই তিনি রয়েছেন আত্ম সুখে
প্রকৃত সুখ রয়েছে সর্বত্যাগে।
শুনে ইলিয়াসের জ্ঞানের কথা
উপস্থিত অতিথি দের নত হল মাথা।
উপস্থিত মোল্লা সাহেব খুব খুশী হলেন
ইলিয়াসের তিনি ভূয়সী প্রশংসা করলেন।