সুদিন গিয়েছে কেটে, আজ কুয়াশা ধরেছে চেপে
ধুলায় লুটায়ে জীবন, ওঠে প্রশ্বাস কেঁপে কেঁপে;
তমসায় আজ গিলিছে আমার স্বদেশ-মাতৃভূমি
সত্যের হয়েছে নির্বাসন, শুধু মিথ্যাই করে চুমি।


স্বদেশ ভূমির বেনিয়া যারা, শুধু তোষণেই নমিঃ নমিঃ
করছে দখল ক্ষুধার ফসল নিজেকে করছে দামি;
নিঠুর শোষণে, কথার দূষণে ঠকিয়েছে বারেবার
লুন্ঠিত আজ বর্ণমালা, গরিবের অধিকার।


মিথ্যা দিয়ে গড়েছে যারা অহমের অট্টালিকা
শ্রমিক-কৃষক-মজুরের চোখে দিয়েছে শুধুই ধোঁকা;
এ জীবন কাটে বেদনায় থরো থরো
ক্ষত বিক্ষত দেহে তবু অশ্রুতে সুখ জড়ো।


শপথেরা আজ মুক্তির কোলাহলে
দুর্বার মন বক্ষ ভেদিয়া তুফানের বেগে চলে;
আমার গড়া সবুজ স্বদেশ কি দিলো প্রতিদান?
বৃথাই কি গেলো স্বাধীন ভূমির জন্য আমার রক্তের বলিদান!


ইতিহাস কাঁদে নীরব যন্ত্রনায়
স্পর্ধারা আসবে ফিরে দূর করে সংশয়,
বিপ্লব হবে নিপীড়িত জনতার
শুদ্ধ হবে মাতৃভূমির রুদ্ধ সব দ্বার।


১০ই জুন, ২০২০
শালবাগান, রাজশাহী।