বাসস্ট্যান্ডে হঠাৎ শেফালীর সাথে দেখা
শেফালী, সেই শেফালী........
কানাইপুরের এক দুরন্ত কিশোরি শেফালী।


শেফালী কৃষ্ণচূড়া হতে চেয়েছিলো,
আমি ভালোবাসতাম লাল।


শেফালী মেঘ হতে চেয়েছিলো,
আমি ভালোবাসতাম পাহাড়।


শেফালী নদী হতে চেয়েছিলো,
আমি ভালবাসতাম সাগর।


আমি ভালবাসতাম আধাঁর,
শেফলী হতে চেয়েছিলো সেই আধাঁরের নিশিপদ্ম ।


আমি ভালোবাসতাম শেফালী,
শেফালী শরতের শিশির হতে চেয়েছিলো।


হঠাৎ একদিন শুনতে পেলাম শেফালীর বাড়িতে বাদ্যযন্ত্রের মেলা বসেছে,
শেফালী সিঁথিতে কৃষ্ণচূড়ার লাল আলপনা এঁকেছে,
এক ফোঁটাও অশ্রু ঝরেনি।
ভেবেছিলাম একদিন আমিও............


আজ আবার শেফালীর সাথে দেখা,
অপলক অপরাধী এক মেঘাচ্ছন্ন দৃষ্টি;
লাল টুকটুকে সেই সিঁথিটা আজ জীর্ন-বিবর্ণ।
শুনেছি ওর জায়গায় আজ অন্য কেউ.......  


আজ আর শেফালী কৃষ্ণচূড়া হতে চাই না, মেঘ হতে চাই না,
হতে চাই না শিশির, নিশিপদ্ম।
জীবন সংগ্রামে আজ সে ব্যস্ত কোনো এক নারী।


দৃষ্টি নামিয়ে আবার পথচলা, কৃষ্ণচূড়া বিছানো পথ;
কি কথা আর তার সাথে?
আজ আমি ঢের আছি,
হয়তো আবার কোনো একদিন...........


.............................................
২৭শে মে, ২০১৯
NAPD, নীলক্ষেত, ঢাকা।