তোষামোদে ভরে গেছে আমাদের দেশটা
কে কত তেল দেবে শুধু তার চেষ্টা।


নেতা দেখে তেল মারে সুধখোর জনতা
লুটে নিতে ফায়দা একটাই ক্ষমতা।
Contract বাগাতে তেল লাগে টন টন
কাজ পেলে ফটাফট ওঠে বাড়ি আলিশান।


তেল লাগে অফিসের বড় বড় চেয়ারে
তেল ছাড়া হয় নাকি বসদের আদুরে?
তোষামোদ জানেনা অমলের ছোট বোন
হতে হতে থেমে গেছে Legal প্রমোশন।


বড় বড় পদ পেতে লাগে ম্যালা মাল-কড়ি
সাথে আরো থাকা চাই তেলবাজি-চাতুরি।


হরেনের ছোট ছেলে ভার্সিটি পাস দেই
শিক্ষক হতে হবে পণ তার সেভাবেই;
যৌবন গেলো তার তোষামোদে ব্যস্ত
তেল দিয়ে কাটে বেলা হতে আশ্বস্ত।


তেল লাগে সুন্দরি মেয়েদের পটাতে
তেল লাগে দেশ থেকে ঊনজন হঠাতে।
তেল দেয় জেঠিমা চুলে জট ছাড়াতে
তেল মাখে দাদু ভাই শীতকালে গায়েতে।


তেল দেই মহাজন জমি-জমা বাগাতে
দ্বারে দ্বারে হারাধন ঘর বাড়ি বাঁচাতে।


জোচ্চোর রমজান নামে বড় ব্যাবসায়ী
তেল দেয় নেতাদের না হতে ধরাশায়ী।
নেতারাও তেল দেয় লুফে নিতে Nomination
আসে যখন এদেশে  জাতীয় Election।


তেল লাগে গাড়ীতে, রান্নার হাড়ীতে
তেল লাগে বউদের দামি দামি শাড়িতে।
টুনটুনি তেল দেয় ঈদে চাই গয়না
স্বামি ছাড়া এজীবন রাখতে সে চাই না।


তেল ছাড়া জ্বলে না প্রদীপের সলতে
তোষামোদ করে শুধু চাই সবে চলতে।


মন্ত্রীর আগমনে এলাকাই শোরগোল
কে আগে ফুল দেবে তাই নিয়ে তাল-গোল।
পড়ে গেছে রমজান মন্ত্রীর নজরে
তেল ব্যাচা ব্যবসাটা এইবার জমবে-রে।


তেলে তেলে ভরে গেছে এদেশের গোডাউন
তেল ছাড়া হয় নাকি রাস্তায় শো-ডাউন?
পেট্রোল-ডিজেলের দাম বেশি বাজারে
এর চেয়ে ঢের ভালো তোষামোদ ব্যবসা-রে।


তোষামোদে ভরে গেছে আমাদের দেশটা
কে কত তেল দেবে শুধু তার চেষ্টা।


১১ই জুলাই, ২০২০
শালবাগান, রাজশাহী।