মৃত্যুর জন্যই আমার জন্ম,
মৃত্যু জেনেই আমার জন্ম;
মৃত্যুর জন্য তাই নেই কোন শোক, নেই কোন হাহাকার
বাঁচার জন্য স্রষ্টার কাছে তাই করি না কখনও দরবার।


আমি চাই না কোন কুমারীর মন,
আমি চাই না দীর্ঘ জীবন;
আমি চাই, আমার মৃত্যুতে ঝরুক লক্ষ-কোটি জনতার শোক;
আমি চাই, আমার একটি অস্বাভাবিক মৃত্যু হোক!


আমার মৃত্যু হোক কোন আততায়ীর গুলিতে- রাজপথে;
শ্রমিকের অধিকার আদায়ের মিছিলে,
আমার রক্তের বিনিময়ে শ্রমিকেরা অধিকার ফিরে পাক।


আমার মৃত্যু হোক কোন স্বৈরাচারী শাসকের নির্মম বুলেটের আঘাতে- জনতার মঞ্চে;
সম্পদের সুষম বন্টনের দাবী আদায়ের জন্য,
আমার রক্তের বিনিময়ে সম্পদের সুষম বন্টন হোক।


আমার মৃত্যু হোক ফুসফুস-যকৃত ছিন্নভিন্ন করা কোনো- ফায়ারিং স্কোয়াডে;
ঘুষ-লুন্ঠন-দুর্নীতির বিরুদ্ধে দ্রোহের দায়ে,
আমার বুকের রক্তে আইনের শাসন প্রতিষ্ঠা পাক।


আমার মৃত্যু হোক লাল কুঠরির অন্ধকার প্রকোষ্ঠে-
জল্লাদের ফাঁসির দড়িতে;
প্রকাশ্য দিবালোকে কোন ধর্ষক কে খুনের দায়ে,
আমার জীবনের বিনিময়ে নারীরা স্বাধীনতা ফিরে পাক।


আমি চাই, আমার খুব অস্বাভাবিক মৃত্যু হোক!
আমার মৃত্যু হোক কোন উগ্র মৌলবাদীর ছুরিকাঘাতে-
টিএসসি কিংবা শাহবাগ মোড়ে;
একটি সৃষ্টিশীল কবিতার জন্য,
আমার রক্তবিন্দু থেকে লক্ষ-কোটি কবিতার জন্ম হোক।


বিষাক্ত সায়ানাইড পান করিয়ে আমাকে হত্যা করা হোক-
আমি জনতার কথা বলতে চাই, রক্তের স্লোগানে;
আমি কবিতার কথা বলতে চাই, রক্তের স্লোগানে।


শপথ জম্মের, আমি একটি অস্বাভাবিক মৃত্যু চাই
আমি দীর্ঘ জীবন চাই না;
আমি ইতিহাস হতে চাই।


৫ই জুলাই, ২০২০
শালবাগান, রাজশাহী।