নষ্ট কাব্য থেকে নির্বাসন নিয়েছি বহুকাল হলো,
ফিরে গেছে বারবার যমদূতের শেষ বার্তাবাহক,
ত্রিশটি বসন্ত কেটেছে শুধু এক অনন্ত পিপাসায়,
বিদগ্ধ রজনী জুড়ে শুধুই অন্তহীন দুঃখের চাষ,
তবুও, ভালবাসা পায় নি কোথাও।


আজও আমি অন্ধকারের কয়েদি; ভয়ঙ্কর আঁধার
ছুঁয়ে দেখা হয় না আলো; প্রচন্ড খরতাপে দুপুর
বিষন্ন রাত্রি কাটে অনিদ্রায়, ধোঁয়াচ্ছন্ন নিকোটিনে;
অনন্ত শুন্যতাই ক্ষয়ে যাচ্ছে বুক; তৃষ্ণার্ত বাহুযুগল
তবুও, ভালবাসা পায় নি কোথাও।


ক্ষতবিক্ষত আজ ঠোঁট- জিহবা; শোকার্ত হৃদয়
বর্বর সময়; নষ্টরাও ধীরে ধীরে দখল নিচ্ছে আমায়,
নিঃশব্দ মৌনতায় শুধুই খুঁজি তোমার দুর্লভ সান্নিধ্য;
পৈশাচিক রাতে শুধুই খসে পড়া তারকাদের আধিক্য;
তবুও, ভালবাসা পায় নি কোথাও।


রাজপথ জুড়ে মিছিল- স্লোগান, ভালবাসা চায়;
ভালবাসা হোক নাগরিক অধিকার, ভালবাসা চায়;
না হয়, পৃথিবী জ্বলবে- এক অক্ষয় চিতায়।
আমার হাতেই পৃথিবীর শেষ দিয়াশলাই।


............................
বিপ্লব কুন্ডু
১৬ই জুলাই, ২০২০
শালবাগান, রাজশাহী।