তোমার আকাশে সূর্য ডুবি ডুবি,
আমার আকাশে এখনও অঢেল রোদ
হাত বাড়ালেই কেটে যায় অবরোধ।


এখন তোমার চৈত্রেই বারোমাস,
উষর ভূমিতে যায়না ফসল বোনা
বক্ষে আমার রয়েছে শুধুই ঘৃনা।


তোমার জমিন লাঙলে হয়েছে ক্ষত
দিয়াছ ফসল যখন চেয়েছে যত;
কাঁকর, নুড়িতে ভরে গেছে সব জমি
এখনো সবুজ আমার শস্যভূমি।


গন্ধ ছুটায়ে ঝরে গেছে সব ফুল,
বেওয়ারিশ ফুল কুড়াতে চায় না মনে
দম টানলেই ভরে ওঠে বুক ঘ্রানে।


যতটা দিয়েছি ততটা যায় কি মানা?
ধ্রুপদী পিপাসা তোমাকে দিয়াছে হানা;
তাই ব্যর্থ মিছিলে হেটে হেটে তুমি ক্লান্ত
আমার দুয়ারে কড়া নেড়ে যায় বসন্ত অফুরন্ত।


১১ই জুন, ২০২০
শালবাগান, রাজশাহী।