১৪৩ নং প্ল্যাটফর্ম
         বিপ্লব দাস


আমার নামটা যদি লিখতে চাই তোমার হৃদয়ে,
তোমার হৃদয় প্রান্তরে রটিয়ে দেবে, এই সুখ সুপ্ত শঙ্খধ্বনি।
কাঠ হয়ে আছে কন্ঠনালী ফুসফুসে বেসামাল ঢেউ।
বলো বলো একটিবার, নির্ভুলে ভালোবাসার  ফর্মটি  পূরণ করতে পেরেছে কি না পাগলী?


জীবনে বসন্ত কেটেছে শুধু অনলে অনলে,
জাহান্নামে পাঠাতে পারেনি লতিয়ে ওঠা বিষাদ।
ছুঁয়ে আছে খুব সুখে, হতাশাগ্রস্থ চিবুকে।
আমার খটখটে আঁখিতে তোমার অশ্রু দেবে,
দেবে, দুধের মত সাদা সন্ধ্যা ,
সহজেই হারিয়ে যাবো নীলে।


আমায় উদ্ধার করো পাগলী কুয়াশার বুকে আটকে আছে আমার প্রাণোচ্ছল হাসি,
না ওরা দুটি ডানা।


পাগলী মায়াকান্না বিক্রি করেছি অজস্র কোকিলের জন্য বিনামূল্যে–
এক ফুঁ–য়ে  বেজেছে আমার নরম বাঁশি,
বারংবার আমি তেতলা ছাদ থেকে আত্মহত্যার এক টুকরো কাগজের মৃতলিপি।
আঙ্গুলের ডগা দিয়ে ডুবিয়ে দিয়েছে আমার পৃথিবী,
আজ মনে হয় আমিই আমার হত্যার সারিতে প্রথম।


আর এমন ধ্বংস পান্ডুলিপি চাই না,চাই না
ঈশ্বরের সমীরণে, এই ঋতু ভাঙ্গনে করতে চাই
শুধু তোমারই বন্দনা।
মৃত হৃদয়ে, মরো– মরো একটি কচি চারা আলো দেখতে চাই,
ছিঁড়ে দেবে না তো পাগলী!


তোমার একাকীত্ব মনে  আমার নামটা রেজিস্টার করবে বলো,
এমন মুমূর্ষ শব্দটি চিৎকার করে বলতে হবে না আমায়–
আঁধার মনে, মনে মনে বলো
আমি জেনে যাব।
প্রতীক্ষার নীড়ে দিওনা পাগলি গোপন বেদনা–
না হলে আমার দেহ পোড়াতে   লেগে যাবে এক পূর্ণ জীবন।


আমি আর ভালোবাসার জন্য উষ্ঠা খাইনা–
তবু টেবিলে  কাঁটা চামচের মতো
         শূন্যমাত্র অভিলাষ জাগে
ছিঁড়ে ফুঁড়ে,জড়িয়ে জিরিয়ে, হাঁপিয়ে বলে
                              ভালোবাসি ভালোবাসি
তবে তোমার হৃদয়  ব্যারিকেড দেওয়া ১৪৩ নং প্ল্যাটফর্ম খোলা রেখো,
সহজেই লাগাতে পারি যেন  সতেজ  গোলাপ চারা–
             সে হৃদয় ট্রেন দিয়ে  পেরিয়ে যাব ব্রহ্মাণ্ড।।


রচনা–বিপ্লব দাস(রাহুল)
১৭ জুন২০২১