অবশিষ্ট
   বিপ্লব দাস


আমার কোন অভিনয় নেই, অভিনয়ের জায়গাটা বড্ড ছোট্ট
    একহাত জায়গায় মধ্যেই আমার জীর্ণ তামাশা
           নিজেকে  অবশিষ্ট মনে হয়
এমন অভিমান করার থেকে পৃথিবী ছেড়ে চলে যাওয়াই ভালো।


তারিফের হাই তোলা শ্বাসে কারো আমার মনবাতি জ্বলে  না।
এমন  ক্ষণআলাপ হরতালে পঙ্গু মানুষের মতো শোনা ছাড়া কোন উপায় নেই,
কারণ , সে মানুষটি নিখোঁজ পাখির মত, স্যাঁতস্যাঁতে স্মৃতিরেখার মালিক হবে
             আমার আমাদের মন পাতা জুড়ে।


এ শহর জুড়ে আমার বন্ধুরা সবাই ব্যস্ত নিজেদের সংসার কাজকর্ম নিয়ে
            মনের ভুলেও তারা ফুরসত পায় না
                              পেলেও বা কি!
একসময় শালিক পাখির মত কিচিরমিচির আড্ডা
সোনার মত ঝকঝকে করত অভিনয়গুলো।


এখন বড্ড পরিসরহীন ,অবশিষ্ট জীবন, তুলনামূলক জীবন–
তবে এখন একটা যদি প্রিয়  প্রিয়তর সঙ্গী থাকতো
আকাশটা মেঘলা মনে হতো না
এ কংক্রিট রাস্তাটাও সবুজ কচি ঘাস মনে হতো
মন খারাপের ওষুধ হত সঙ্গী পাখিটি।
নেই তবে কেউ নেই এই বিবর্ণ স্রোতে
কাছে পাবার মানুষ বড্ড অভাব।


রচনা–বিপ্লব দাস
১ আগস্ট ২০২১
সকাল ৬টা২৯