আগুন্তুক বরফ
      বিপ্লব দাস


আমি তোমার  আগুন্তুক বরফ।
তোমার বুঝি বিশ্বাস হচ্ছে না,
বিছানার বালিশটা সরিয়ে একবার দেখো,
সময় পেলে...
এই রাতের ঘুম বৈভব তোমার চোখে নতজানু  হয়
সেই অবদান আমারই।

এই যে ঈশ্বর দেখছো..
এই  ঈশ্বর তোমার অধ্যায়ের পাতা গুলো টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে।
আমি শুধু জুড়ে দেবার জন্য ব্রতীবদ্ধ হয়।
সেই জৌলুস শিখা ছুঁতে পারে না ছুতোর দল ।
আমি তোমার আগুন্তুক বরফ
অবশিষ্ট অধ্যায় গুলোতে অসুখ খুঁজি,
সেখানে এঁকে দেবো চাঁদের মত হাসিমাখা মুখশ্রী ।
তুমি আমার সেই বোকা মেয়ে
সে শুধু গুচ্ছ গুচ্ছ মন খারাপ নিয়ে আকাশ দেখে।


রচনা–বিপ্লব দাস
তাং–২২/০৯/২০২২