আজও মনে পড়ে
           বিপ্লব দাস


বন্ধু আমি কি ভুল ঠিকানায়?
আঁধার রাতে আঁখিজল দূর অজানায়।
বন্ধু চাইনা কিছু উপহার,
আড়ি নয় ভাব নয় চাই একটু আবদার।
এইবেলা বহুরুপ  মনোভাব রূপকথা একভাবে একমনা,
বহুদূর গোধূলির ধূলিকণা।
জলছবি ঝরঝরে মেঘলা মেলামেশা,
সারা দাও একবার বার কোথায় তোমার ঠিকানা।
স্বপ্ন কি ভাষা কি একটু পাশে আশা
নাম নেই তোমার তুমি নাম হারা,
অচেনা হলেও  তুমি, বন্ধু আমার।
হারানো রাতে হারানো পথে আধো কথা মুখে,
প্রথম নবীন আলাপ চোখে।
বন্ধু তুমি আমার নয়ন লতিকা,
তুমি রশ্মি রাতের তারকা।


হয়তো ভুল করেছিলাম আমি–
ভাবি শুধু আমার মতই সবাই
জীবনে পেয়েছি শুধু আঘাত আর আঘাত
একটু বন্ধু তোমার ভালোবাসার আশায়,
আমি কে ?আমার ঠিকানা কোথায়?
তাইতো বুঝি না কেনই বা এমন হয় আমার সাথে।
নির্জন নিরিবিলি সন্ধায় একা দাঁড়িয়ে,
বন্ধু তুমি নেই আমার পাশে।
রাস্তা পড়ে না চোখে অন্ধকার রাতে,
পদচিহ্ন রাখোনি পথে
পরিচয় অজানা তবুও আজও মনে পড়ে।।


রচনা–বিপ্লব দাস
২৩ অক্টোবর ২০১৪
কাব্যগ্রন্থ–'স্বপ্ন'(২০১৭)