"অকারনে মন পুড়লো"
        বিপ্লব দাস


পড়ুক..
সূর্যের মতো মনটা আমার  পড়ুক,
পাতায় পাতায় বেদনাবিরহ ভরুক।
যাও..
তুমি হারিয়ে যাও অকারণের
  ছুঁতো দিয়ে,
আমি  তন্ন তন্ন করে খুঁজবো
না পাওয়ার দীর্ঘশ্বাস নিয়ে।
কারণের চোখ দুটো জল জলে,
ভেজে, শুকোয় অন্ধকার আড়ালে।
ভেবেছিলাম, তুমিও বুঝে নির্ভরযোগ্য ভালোবাসা
রেখেছিলে হৃদয়ে পুষে,
ঝড়লো শুধু সোনালী  সময়টুকু
আমার ব্যথা হয়ে খসে।


না বোঝার বিবর্ণেই নামুক তোমার বসন্ত,
অপরিচিত দিনগুলিতে নামুক খুশির অনন্ত।
আমি ক্রমে ক্রমেই অস্পষ্ট
ঝাপসা হতে থাকবো,
সুগন্ধহীন জীবন নিয়ে বাস্তব
কবরে ঘুমাবো।


ভালোবাসি বলে সবাই সব্বাই ঠিকানা হারায়,
বিবশ হয়ে আসে অচেনা ব্যথায়,
তবুও কেউ কি থেকে মায়া জমায়?


কেউ কেউ তো অকারণে মন পোড়ায়,
এই যে তুমি,তুমি ধ্রুব সত্য তুমি..
পুড়িয়ে যদি হও উজ্জ্বল নদী তা হও,
আমার বুকের বাঁ পাশে থাকুক না হয় একটা মরুভূমি।


রচনা–বিপ্লব দাস
তাং –২৮/০১/২০২৩
হোসেন পুর,বালুরঘাট