আকাশ তো একটাই
                  বিপ্লব দাস


এই কিছু দিন আগেই বললে দেখা হবে–
          আমি  কথাটা শুনেই উন্মুক্ত হয়ে গিয়েছিলাম
তারপর বললে, আমি তোমার দেশে যেখানেই দেখা করবো,দেখা করবে তো....
আমি অকপটে বলেছিলাম হ্যাঁ, হ্যাঁ।।


এখন তোমার মন জুড়ে অন্ধ প্রজাপতি উড়ছে,
তুমি পুরোপুরি নির্বাক
সময়ের অজুহাতে.........


বুঝেছি, ছায়া এসে দাঁড়িয়েছিল আমার কাছে কষ্ট দেবার জন্য।।


আমিও বলেছিলাম এপার ওপার মাঝখানে কাঁটাতার
তবু  আকাশ তো একটাই ,,
কত প্রজাপতি উড়ে যায় তোমার দেশে,
তোমাদের থেকেও ছুটে আসে।।


আর দেখো দেখো বন্ধু, তোমার কণ্ঠস্বর আমার ঘরে,
শাখা প্রশাখার মত  উৎফুল্লে  ছড়িয়ে পড়ে।
তোমার কবিতা শুনলে আমার দুর্বল মন কংক্রিট হয়।


যে ভাষায় তোমার তৃষ্ণা মেটে,
আমিও চুমু খাই  সেই ভাষাকে বারে বারে।।


আর একটা নতুন  জিনিস শিখেছি তোমার থেকে,
বাড়ি কে আমি  বাড়ি বলি না ' বাসা ' বলি।।


আজ থেকেই অশ্রু গুলো যত্ন করে চোখে তুলে রাখলাম
যদি কখন দেখা হয়,
ভিজিয়ে দে ব.........
            


রচনা– রাহুল দাস
১৭মে ২০২১