"আমি" আমার বড্ড প্রিয়
              বিপ্লব দাস


সুখ চাইতে চাইতে আমরা অসুখের সাগরে ডুবে থাকি,
একটা খুব প্রিয় তুমি চাই, জীবনে সবার এটাই চাওয়া বাকি।
এটা অভ্যাস না বদঅভ্যাস তবুও ভাসি আকাশ নীলে,
এক জীবনে অজস্র অভিমান আমাদের খেয়ে নেই গিলে।
যাকেই নাতিশীতোষ্ণ কাল ভেবে বুকে নেই টেনে,
ক্রমশ মৃদুময় প্রণালি পর্ব  পুড়িয়ে ছারখার করে দেই আগুনে।
অসহায় ভাবে গাছের শিকড়ের মত ছড়াতে থাকি–
একবুক শূন্যতা নিয়ে,
তুমি' র যে দ্রুত রং বদল
আজ মানুষের পাশে দাঁড়াতে পড়ে যায়
             কিন্তু' র সংশয়ে।
তুমিটা আজকাল বড্ড জ্বালাচ্ছে দ্রুত  পাল্টাচ্ছে
চেনা হোক, অচেনা হোক
ক্ষণে ক্ষণে নির্ভীক বৃষ্টির মত ঝরে যেতে চায়,
প্রায় এমন সম্পর্ক আড়ালেই ভেঙে যায়।
'আমি' আর তুমির অন্ধকার, আভাসে দেব না কড়া
'আমি' আমার আজ বড্ড প্রিয় ঘুড়ি,
আমার 'আমি' টাকে একটু আদর করে আকাশের না হয় বুকে শান্তিতেই উড়ি।।


রচনা–বিপ্লব দাস
১২ আগস্ট ২০২১