অমূল্য
   বিপ্লব দাস


কর্ম–ধর্ম চাওয়া-পাওয়া সবই অমূল্য,
                            সবকিছুই জড়বস্তু।
জীবন যুদ্ধে মানুষ ক্ষীণমাত্র এগিয়ে,
কিছুটা পথ চলতেই  যায় সবাই হারিয়ে।
অমূল্য টাকা– পয়সা, ধন, সম্পদ
সবকিছুই পড়ে থাকবে এই ভবে,
কেবল মানুষই বাঁচে অপার্থিবের লোভে।
জানি না এই  মানুষের বুদ্ধি হবে কবে?
জ্ঞান আছে সবার তবুও, অজ্ঞানের মাথা।
মানবজীবন সম্পূর্ণরূপে  লজ্জা–
যে যাকে পারে 'বাঁশ 'দিতে জানে,
তোমার জীবন ছাড়া সবকিছুই অমূল্য জীবনে।।


                     রচনা–বিপ্লব দাস
                  ২২ জুলাই ২০২৭
               রাত১২টা১০(শনিবার)