"আমাদের দেখা করার কথা ছিল"
                  বিপ্লব দাস


আমাদের দেখা হবার কথা ছিল,
আজও সেই আবেগ, অনুভূতি রক্তের মধ্যে চলাচল করে।
হৃদয়ে বাজে শঙ্খের ধ্বনি অবিচল।
তাই ,দিনের অন্ধকারে বুকে পুষে ভেবোনা আমায়
আমি ব্যর্থ পুরুষ।
জানি এ ভাষাও পৌছাবেনা তোমার কাছে
মনের সমুদ্রে যে রজনী নামে স্মৃতি ছায়ার  অক্ষররূপ বিদ্যমান
সে দৃশ্যের সহজ গানের ভাষা তুমি জানতে।


আজ তোমার মনে পড়া ক্ষমতাধারী প্রতিভা নেই,
তুমি ভুলে গেছো আমায়
তোমার কিছুই মনে পড়ে না।


আজও আমার মনে পড়ে সেই স্মরণীয়  সিঁদুর ঝরা প্রভাতে
দেখা হয়েছিল আমাদের।
যেটুকু সময় উৎসর্গ করেছিলে আমার কাছে সেটুকু শ্রেষ্ঠ মিহিদানা মুহূর্ত।
আমি একটা নুড়ি হয়েও পারবো না সে কিনারাটা ছুঁতে।
দু'দণ্ড সমস্ত আকাশ লাইটের আলো
বাতাসে এক প্রেমের নবপৃথিবী
কালো কালি দিয়ে কিছু অক্ষরের আঁকিবুকি তোমার হাতে।
আজ  প্রায় লুপ্ত।
ফিরে ফিরে আসার পর খুঁজে পাওয়ার তৃষ্ণা তোমার মধ্যে নেই।


আমাদের দেখা হবার কথা ছিল,
কিন্তু আজও দেখা হয়নি
সে ব্যাথা আজও  পুষে রাখি হৃদয়ের সংগোপনে।


রচনা–বিপ্লব দাস
তাং–১২/৩/২০২২