" আর মন খারাপ হয় না"
                বিপ্লব দাস


খুব বেশি সময় ধরে আমার আর মন খারাপ হয় না।
কিছু আকাঙ্খার পাওনা যে বিসর্গ,
চিবুক ছুঁয়ে তা বুঝে গেছি
আমি কত টা আজও একাকী?


এও বুঝে গেছি সময়ের বাস্তবতাকে আলিঙ্গন করে।
এই দুনিয়ার যে কবুতরকে স্বর্গ সম্বল  ভেবেছিলাম,
মনের কথার সঙ্গী করেছিলাম,
ক্রমশ সেইসব কবুতর দুঃখের পাতাগুলো বিছিয়ে দেয়,
তারা আনন্দে আত্মহারা হয়ে যায়।
আবার কারো জন্য নিবিড় অপেক্ষা করে, বন্ধুত্ব করে, রাত জাগে, নতুন নতুন কথা শেখে...


আমার জন্য একটা দুঃখ স্টিকার সেঁটে  দিয়ে চলে যায়।
আমি ভুলগুলো ফুলের মত আজও যত্ন করি অঘুমে,
নিঃশ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে আসে,
জীবনটুকু বৃক্ষের মতো দাঁড়িয়ে থাকে।
এই নিয়ে মাঝে মাঝে ভীষণ মন খারাপ হতো,
প্রায় রাতে  মৃত  সংলাপগুলো নতুন করে উজ্জীবিত হয়ে হৃদয়টা চূর্ণ বিচূর্ণ করে দিতো।


তবে এখন আর মন খারাপ হয় না,
পাওয়ার থেকে না পাওয়ার একপ্রকার সুখ আছে,
যা থেকে পুড়িয়ে আজ দগ্ধ জ্বরে কবিতার কাব্যগ্রন্থ সৃষ্টি হয়,
কোনো এক দুঃখী কবির কলমে।।


রচনা–বিপ্লব দাস
তাং–১০/৬/২২