" অশ্রুপাতে তোমায় শুভেচ্ছা"
                    বিপ্লব দাস


কবিপাখী তুমি আসাতেই প্রাণটা প্রাণময় হলো,
চোখের অশ্রুগুলো অন্য ঠিকানায় হারিয়ে গেল।
ব্যতীত প্রতীক্ষায় রজনীর বুকে আজ তোমারই চুম্বন,
আমার দীর্ঘনিঃশ্বাসে ভরলো আজ ফুলে ফুলে অঙ্গন।
কবিপাখী এমনই ভালোবাসায় থেকো তুমি'' ক্ষুধার্ত
দুজনে  ঝঞ্ঝাটময় পথগুলোকে করবো ব্যর্থ।
কিছু চাই না, চাই তোমার মাধুর্যময় শাসন,
সুর সংগীতে ঋদ্ধ হোক মন,  চায় না এই দরবারে কারো কটুক্তি ভাষণ।


মনে রেখো কবিপাখী.......
আমার মনের চড়ুই পাখীগুলো অশ্রুপাতেই তোমাকে জানিয়েছে শুভেচ্ছা,
কেঁদে কেঁদে এই আসমান জমিন বলেছে তুমি– আমি  সাচ্চা।
তবুও তুমিও দেখো
একটু অশ্রুপাতের ঠিকানায়  ডুব দিয়ে,
কতটা নির্বাসিতের ছিল আমার জীবন?


রচনা–বিপ্লব দাস
২৪জুন২০২১
রাত ৯টা৪৩