"ব্যথার নগরে  বন্দী"
         বিপ্লব দাস


আমি এইক্ষণে যে ব্যথা অনুভব করছি,
সে একমাত্র কবিতা জানে।
ট্রাফিক সিগনালহীন কলম প্রেমিক দিবারাত্র যেভাবে  রুদ্র নৃত্য করছে
    আমাদের কবিত্ব রূপায়িত করছে,
আমরা  অর্ধ হাসিতে ভুলে যাই।


তবে এগুলো কবিতা না না কবিতার মানচিত্র,
                            না দগ্ধ ছায়া চিহ্ন,
আমি  তা বেশ বুঝি, নিশীথে নিঃসঙ্গ পাখির কাঁদনে।


তবে পিপাসার রোদ্দুরে পুড়ে যায়।
আজকাল, কাল কাল করে ভেতরেই  নিঃশব্দ আর্তনাদ,
মন ছাড়া কেউ স্পর্শ করতে পারেনি।
যখন কবিতা লেখার উদ্বেগ হয়,
খাতার  পৃষ্ঠায় এক লাইন শব্দফুল ফুটতেই
খাতা দূরে সরিয়ে দিই।
এমন ভাবেই খাতা দূরে সরিয়ে দিয়েছি,  সাতাশ হাজার বার।
কে যেন আমায় আটকে দেয় সর্বদা,
পারিনা লিখতে।


চোখের পানিতে বারান্দা স্যাঁতস্যাঁতে
আজীবন আমি এই ভাবেই ব্যথার নগরে বন্দী।
জীর্ণশীর্ণ পতাকাটি ভবিষ্যতেও উড়বে
কারণ, কোনদিন পারিনি যে লিখতে, পতিতা কবিতার উল্লেখযোগ্য
ছারখার হবার কাহিনী......


রচনা–বিপ্লব দাস
১৫ মার্চ ২০২১