"বেঁচে আছি, না বেঁচে থাকার মর্মে মর্মে"
      বিপ্লব দাস


আগে খুব খুব বেঁচে থাকতে ইচ্ছে করতো,
স্বপ্ন দেখতে ভালো লাগতো।
একেকটা  স্বপ্ন একে অপরকে পাল্লা দিয়ে আকাশ ছুঁতে চাইতো।
সত্যি দিনগুলো ছিল,
মন ভর্তি খুশি দিয়ে ভরা।


আজ স্বপ্নের শরীরে টগবগে জ্বর,
আর বিন্দুমাত্র স্বপ্ন আসে না মনে,
আমিও স্বপ্ন দেখতে ভুলে গেছি।
নিরালায় শুধু ভাবি কি করে সংসার চলবে?
ভেবে ভেবে বর্তমান সময় গুলো পেড়িয়ে যায়,
আমি দিন, তারিখ, বার, মনে রাখতে পারি না ।
খুঁজে পাবার যন্ত্রেও  আমায় খুঁজে পাবে না,
আমি আছি কিনা এই দুনিয়ায়।
জীবনটা একঘেয়েমি  সামগ্রী দিয়ে ভরা ,
পরিবর্তনের কোনো সংকেত নেই।


আজ, এখন, এই মুহূর্ত ক্ষণে ক্ষণে মরে যেতে ইচ্ছে করে।
বেঁচে থাকতে ইচ্ছে করে না, শুধু মুক্তি চাই, মুক্তি।
বেঁচে থাকার রসদ রসতলের রাজত্ব করছে।
এখন তুচ্ছ অতি তুচ্ছ ব্যাপার নিয়ে মরে যেতে ইচ্ছে করে ।
এ দেশ আমার একার নয়,
আমার মত যারা আছে...
তাদেরও হয়তো এই তুচ্ছ ভাবনায় মরে যেতে ইচ্ছে করছে।
আমার, আর এই বেকারত্ব মানুষের স্বপ্নগুলোর বাতিঘর
রাজনীতি জোচ্চোর, লম্পট,  ঠগের পকেটে জ্বলজ্বল করে।


হাই, এই কি দেশের পরিপুষ্ট মানচিত্র...?
যেখানে বেঁচে থাকার আশ্বাসগুলো মরে যায় রাজনীতি বিষাক্ত দূষণে।
আমার তো  প্রতিদিন মরে যাই এইভাবেই রাজপিশাচের হাতে।
যার কোনো হদিস নাই নেই...
অজস্র গতকালের মৃত্যু গুলো  বয়ে বেড়ায়,
না বেঁচে থাকার মর্মে মর্মে।।


রচনা–বিপ্লব দাস
তাং–২৭/০৭/২০২২