"বিজন"
              বিপ্লব দাস
মনে নেই কোন অনুভূতি–
নেই অজস্র উল্লাস,
মরীচিকার মত পেরিয়ে গেল বছরের বারোটা মাস।
আজ তার শেষ দিন–
দিশেহীন পাখির মতো পেলাম না আশ্রয়ের  নীড়,
ঝকঝকে –তকতকে দূরের আলো এসে করেছে ভিড়।
কাছে গেলে ধূ ধূ বালিয়াড়ি
বাষ্পের মত উড়ে গিয়ে ধরে আবারও অন্য গলি,
বাল্যকাল থেকে যৌবন আমার বিষন্ন বিজলি।
সুখ-সমৃদ্ধির জন্য আমার নূতন বছর নয়,
নিঃসঙ্গ জীবন থমকে দাঁড়িয়ে রয়।


স্বপ্নচারী ডিগবাজি চাইনা দিতে,
আসেনি এমন প্রভাত  মন  ঝুড়ি ভরিয়ে দিতে।
শুধু মশারির ভেতরের শত্রুকে নিয়ে
                       আমার টালমাটাল রাত–দিন
দূর্বা ঘাসের মত বৃদ্ধি হীন জীবন,
বিদঘুটে আঁধারে আমি এক পথের বিজন।।


                                   রচনা – বিপ্লব দাস
                                     তাং–৩১/১২/২০১৭