বিপ্লব
     বিপ্লব দাস


তোমার মধ্যে তোমার সেই বিশ্বাসপূর্ণ
                          বিপ্লব খুঁজে পাই না কেন?
                            কেন খুঁজে পাই না?
ধূম্র মেঘের মতো তারই চরিত্রটি পাঠ করছো আজও
ঝরে যাওয়া শিশির বিন্দুর মত।
তোমার নিজস্ব রশ্মিছটা কোথায় হারিয়েছো?
দিবসের হুঙ্কার, তেজ, গর্জন–
ধুলিস্যাৎ বাক্যলাপ কোথায়?


শুধু তোমারই শান্তির সন্ধ্যা
নিস্তেজ কৌতুহল তোমার আঁখিতে
             ফুটে ওঠে ডুবি –ডুবি ভাবে
ধরণীর কালস্রোত অফুটন্ত কার্যপ্রণালীতে।


উত্তরের উত্তর দিতে জানো না তুমি–
পথ চলতেও অপরের সাহায্য
        দূর্বা ঘাসের মতো  সর্বদা নির্বাক
        এগুলো চাইনা তোমার মধ্যে
         'বিপ্লব' এর মানে তো জানো
             আমূল পরিবর্তন
সেই ইতিহাসের যুগ থেকে জানা।
সেই পরিবর্তনই চাই তোমার মধ্যে
ঠগ, প্রতারক, লম্পট, দাঙ্গা-হাঙ্গামা
                       বালির মধ্যে মিশে দিতে
প্রস্তুত হও তুমি, প্রস্তুত হও।


আগামীদিনের তুমি হবে যোগ্য পাত্র
তুমিই ধরবে ছত্রছায়া
গগনের মতো সবার মাথার উপরে।
হাজারো কুকুর নেবে তখন তোমার ঘ্রাণ
ছড়িয়ে পড়বে সমস্ত জগতে
শহরের নোংরা অলিগলি পথে।
হাজার কুঁড়ি ফুটবে তোমার স্পর্শে
শুধু বিপ্লবের চরিত্রে না
                  তোমার বিপ্লবে।
        


         রচনা– বিপ্লব দাস
      ১১ জুলাই ২০১৮
      রাত ১০টা ৫০