বিষ দাঁত
              বিপ্লব দাস


যাচ্ছো কোথায় তুমি?
জানি না...
হয়তো বা নিরুদ্দেশে
নিজেই নিজের মনকে একটু স্বস্তিতে দিতে ।
লক্ষ্যভ্রষ্ট হয় একটি তীব্র ছুট– শঙ্খ বিষ থেকে
তুমি যেন না পরো আমার সঙ্গে দৌড়াতে
ছলনাময়ী আঁধারে শতরঞ্জি শত্রুর দল
চক্রাকার হাতের ইশারা, তার সঙ্গে তোমারও
ভেদ্যকরী জ্বালানি তীর,
কতদিনই বা আর সইবো?
পাড়ার প্রত্যয় আজ কৃষ্ণবর্ণ
এইভাবে বিষ দাঁতে শয্যাগত হয়েছে
শতাব্দীর পর শতাব্দী
শাঁসালো জীবন অমৃত ভান্ডারে দিয়েছো শিকল।
জীবনের শিরদাঁড়া এইভাবে হয়েছে বাঁকা
তোমার আরম্ভর প্রতিভায় হয়েছি শিকার
শ্রেষ্ঠ শুল্ক লুকোচুরি খেলা
মুক্তি পায়নি একটি কেউই।


তবুও তোমার গণনার মাঝে দিলাম আমি ডুব।
লেজুড় তুলে পাড়ি দিলাম নিরুদ্দেশে
তোমার চোখে ফাঁকি দিয়ে।
নিজের জীবনটা দেখতে চাই মালিক রূপে–
সুষ্ঠু ভূমিকার লেখনীর আইন লেখক রূপে
লালিত্যের স্বাদ রাখবো না ঘুড়ির লটায়ে
রূপান্তর রেওয়াজ হবে রূপসী বান
রৌপ্য জ্বল জ্বল রেনুতে।


রোদন থেকে পাবে রেহাই প্রতিটি জীবন
আমার এই যাত্রা শুধু তোমাদের জন্য।
তবুও যদি কেউ আসে ছোঁড়া ফাটা করতে
তোমাদের রাজবন্দী থেকে বঞ্চিত
শেষে আমি তেচোখা মাছ হয়ে
খুঁটে খুঁটে খাব বিষ বান মশা।


মৃণালের মত ফুটবে জীবন জলাভূমিতে,
রবির মুখোমুখি শুধু তাকিয়ে।।  


                                       রচনা– বিপ্লব দাস
                                      তাং–১৯/১১/২০১৭