বিষেভরা অন্তর
                       বিপ্লব দাস
    এই ছিল অন্তরে সখী!
ভুলে যাও তুমি স্মরণীয় দিন–
কেঁদেছিলাম আমি, তোমার লড়ে যাওয়া
জীবনের গল্প শুনে।


তুমি ভুলে যাও তুমি বারবার ভুলে যাও।


তুমি এতো ভালোবেসো না সখী!
আমি স্বেচ্ছায় স্রোত হয়ে ভেসে যাব।
কারো বঁটিতে না হয় মাছের আঁশ হয়ে বেঁচে যাব।
পায়ে– পায়ে এত প্রলয় নিয়ে
          পারবোনা ভালবাসতে।
এই ছিল অন্তরে সখী!
হোঁচট খাওয়া পাদুকা করবে না তোমায় সমীক্ষা–
অন্তর পুড়ে তোমার প্রলাপ
না না না আর আজীবন না
আমার আঁখি তো তুমি দেখবে না।
হলদে টি পাখির মত
ভুলে গিয়েছো কবে
কবেই তুমি গেছো আমায় ভুলে।।
    
                      রচনা– বিপ্লব দাস(রাহুল)
                      তাং–১৬/০৭/২০২০
                     বালুরঘাট,দক্ষিণ দিনাজপুর