বছর শেষে বৈরাগ্য ব্রত
          বিপ্লব দাস


বছর শেষে আমার  বৈরাগ্য ব্রত শুনবে পারুল–
কতদিন তোমায় দেখিনি
আজ বিধ্বস্ত সময় চলে যায়,সময়ের পরে ।
আজও আমার আঁখিঅশ্রু তোমায় খোঁজে
রজনী ভরা নগ্নতার জোনাকি
দেখে কি না?
এই উপবাস পুরুষকে
জানি না।


জানো পারুল–
বহুদিন আগে তোমার হাতে মাটান কষা  খেয়েছিলাম,
তারপর থেকে হয়েছি নিরামিষভোজী।
আজ আমার বয়সগুন্ডি বেরিয়ে গেছে–
অপেক্ষামান সাড়ে তিন হাত মাটি।
হ্যাঁ, আর একটা কথাই বলা হয় নি
জানো ' পিলু  ' নামে একটি ছেলে
আমার ওষুধ দিতে আসে আমার বাড়িতে।।


হ্যাঁ তোমাকে পাইনি বলে ভাবিনি আর অন্য প্রেয়সীকে–
তোমাকে নিয়ে কত চিরকুট লিখে যায়
লিখছি , আজীবন লিখবে আমার অন্তরাত্মা।
আজ কোন ঠিকানায় তুমি আছো?
জানি না–
পারুল কি আর বলবো বলো?
ছিলাম তৃণ ঘাস তোমার প্রেম মালঞ্চে–
কাজ ডগাগুলো ছিঁড়ে ছিঁড়ে রুগ্ন পেয়ালা
বছর শেষে আবার নতুন করে শুরু হলো–
                      আমার বৈরাগ্য –ব্রত।


   রচনা–বিপ্লব দাস