বং
বিপ্লব দাস


শেষ হয়নি আজও সময়,
গভীর রাত সকালের নবীন সূর্যোদয়।
অলস বিছানায় শুয়ে প্রথম প্রার্থনা,
কোথায় শুরু হবে আজ
ধোঁয়া, ধোঁয়ায়  আসরের কারখানা।
রাত দিনের আলো নিভে গেছে
আজ কিন্তু রক্তাক্ত সময় শেষ হয়নি
বং ও গাজার নেশায়–
নির্লজ্জরা ধোঁয়া উড়াতে আজও ভয় পায়নি।
চোখের সামনে পৃথিবীর ধাঁধা হয়ে যায়,
ছিন্নভিন্ন করে দুনিয়া শেষে নিজেকেই কাঁদায়।
আঁধার বিষে ফুটন্ত ফুলকে করে নষ্ট
না খাওয়ার প্রতিজ্ঞা বারংবার
           তবুও হয় পথ ভ্রষ্ট।


স্তম্ভের মতো দাঁড়িয়ে খেয়েছে নিজের ভাইয়ের মাথা
আমি নেই–
তবুও সমাধির বুকে লাগে আমার ব্যথা।
সেই আঁখি জলে প্লাবনে ও ভাঙতে পারেনি জয়লাভের পাড়,
বুঝেছি ওস্তাদ, জীবনটা শেষ  শাঁসালো  কিঞ্চিৎ অগ্নিশিখা
এসব কুঁড়ি ফুটলে জীবনকেই মানাতে হয় হার।
তবুও জীবনের আসর টায় হয়েছে বাসর ঘর,
ধোঁয়া উড়ানো প্রার্থীরা বুঝেও, বোঝেনি আগামীর ঝড়।


   রচনা– বিপ্লব দাস
   ৭ সেপ্টেম্বর ২০১৮
বিকেল৩টা ৫০