চার চারটা যুবক
        বিপ্লব দাস


নীল আকাশের তলায় চার চারটা যুবক–
জুয়া খেলছে
তাদেরকে ঘিরে কিছু লোকও আছে।
মাঝে মাঝে তাদের হাততালি তেই
মেতে উঠেছে আসর
পাশে যদি আগুন লাগে
বোঝাবার নেই সময় ।


মজা নেওয়ার জন্যই তাদের উপস্থিতি।
হার-জিতের খেলায়,
কেউ নির্বাক এই শেষ বেলায়।
বারো মাসে তেরো পার্বণ এর মত
তাদের খেলাও চলছে রমরমা
কারো মুখে চুনকালি কারো মুখে খুশির ঝলকানি।
এ সমাজে তারাই বাবু জানি
তারা বাস্তবের দুনিয়ায় পা রাখতেই চায়না
তাদের ঘরবাড়ি ছেলে মেয়ে ও স্ত্রী
করো কথায় ভাবতে চায় না


সময় চলছে গতির বেগে
তবে কেউ দেখে না স্বপ্ন ,নেই কোনো আশা
জীবনের স্বাদ যেন এটাই শেষ মাত্রা
মিনিটে মিনিটে ধূমপান করা আর
জুয়া খেলার টাই তাদের নেশা।।


       রচনা– বিপ্লব দাস
    ৫ জুলাই ২০১৭