চিরকুট
        বিপ্লব দাস
কাল যদি না থাকি -
তুমিই তো থাকবে আমার জন্য ;
হাওয়ায় উড়িয়ে দেবে আমার -
অজানা কাগজের টুকরোগুলো ।
তুমি আমার জীবনের দেবদূত
দ্রুত বেগে আসো তুলি নিয়ে হাতে,
হিজিবিজি চিরকুট টা রং করতে।


কালের গতি মানেই মৃত -
তা আমি যুক্তিসহ বুঝেছি।
কিন্তু নিজেকে এইভাবে
মুছে দিতে চাইনা -
বিন্দুমাত্র চাইনা
মরীচিকা বৃষ্টি ভেজা জলে।।


জীবনের শেষ প্রান্ত তুমি -
তুমিই, থাকবে আমার সর্বমন জুড়ে
তোমার - আমার চিরকুটে কলঙ্কের দাগ ভরে।


যদি তুমিই না থাকো  - আমার আগে
নিজেকে, নিজেকে পারবো না দাবী করতে
একটি ক্ষুদ্র বালির কণা বলে।।

        রচনা। - বিপ্লব দাস
      হোসেনপুর, বালুরঘাট, দক্ষিন দিনাজপুর, পশ্চিমবঙ্গ
       তাং - ০৭/০৪/২০১৮(দুপুর ৩টা৪০ মি:)