ছন্দহীন জীবন
       বিপ্লব দাস


না চলছে পদ্যে জীবন–
না চলছে গদ্যে।
এইভাবে চললে, জীবনের জীবনী বা উপন্যাস লিখন হবে না।
হতে পারে মৃত্যু-মিছিল গল্প।
না সিঁড়ি ভেঙ্গে ভেঙ্গে উপরে উঠে যাওয়া যায়
বা  আঁকাবাঁকা–
তবু এই কষ্টের  ক্রীড়া ভূমিতে কিছু সতেজ ঘাস ছিল–
মনে স্বস্তি ছিল,
আজ বাঁচা-মরার মধ্যবর্তী অঞ্চলে শঙ্কিত পতাকাটি উঠছে।
এই বুঝি.........এরপর.....


জীবনকে বাঁচিয়ে রাখার জন্য যুদ্ধ করে যাচ্ছি প্রতিনিয়ত
নিজের সঙ্গে
মৃত্যু  ঠুনঠুন করে শব্দ করছে জীবনের চারপাশে।
সৌন্দর্য বার্ধক্য  চিহ্নের ওপর লালসা নেই,
আছে অজস্র মানবীর।
আমি শুধু অলিখিত স্বর্গীয় সুখ পেতে চাই।


মুখ থেকে তুষার বিষ ঝরছে, ষাঁড়ের মত অন্যায় গর্জন, মিথ্যাচার, অনৈতিকতা, ঘিলুহীন প্রবৃত্তির মানুষের জন্য....
ভালোর ঘন্টা বাঁচতে দেরি আছে।
অপেক্ষা, তপস্যা তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছে,
তবে কিছু কিছু পক্ষহীন মনুষ্যপ্রজাতি কুকুর, বনকুলের মত পৃথিবী ও তার গাছগাছালি, নিরীহ প্রাণীদের এক্কেবারে দাঁতের ফাঁকে দিয়ে দিতে চায়।


থাক বন্ধুগণ, এই পরিতক্ত ব্যাখ্যা বাদ দিই...
মনে মনে আমরা জিদ নিয়ে ,বাড়ির বাগানে না হয় একটা কদম গাছ লাগিয়ে দিই, তাকে সেবা-শুশ্রূষা করি,
আমরা ও আমাদের না হয় এই ভাবেই ছন্দে জীবন ফিরিয়ে আনি।


আর হ্যাঁ , তাঁর সম্মানে সম্মানে  শ্রেষ্ঠতর রূপ ফিরিয়ে দেবার চেষ্টা করি আমরা।।


  রচনা– বিপ্লব দাস
১৯মে২০২১
বিকেল৪টা৫০