দারুণ সুখে আছি দারুণ
                বিপ্লব দাস


দারুণ সুখে আছি– দারুণ!
মায়ার মরুভূমি নেই,আমার সুখ আর সুখ জীবনে।
কেউ যদি থাকো, কষ্টগ্যত পথিক।
আমার ঠিকানায় দুঃখগুলো পৌঁছে দাও–
                 একটু কষ্ট করে।
কষ্টগুলো পুড়িয়ে পুড়িয়ে সোনালীবর্ন সুখ করে পাঠিয়ে দেব।


আমি সুখের– সুখী পায়রা,
কোন ডাল থেকে কোন ডালে
উড়াল দেবো আমি দিশেহারা।


দারুণ সুখে আছি– দারুণ!
ছটফট করছি সুখ উপভোগ করে করে
হাঁপিয়ে যাচ্ছি–
তাই ,বলছি একটু কষ্ট করে,
খাল খন্দ পেরিয়ে এসো,
সজোরে  এসে আমার দরজায় লাথি মেরে
দুঃখের পুঁটলি দিয়ে যাও,
দিয়ে যাও হে দুঃখী মানব, দিয়ে যাও।
আমি দুঃখ গুলো নিয়ে আরো দুঃখী হতে চাই।
দুঃখগুলো খুঁটে খুঁটে খেয়ে কাব্যরচিত করব।
কাব্যরানীকে বিশ্ব দ্বারে পৌঁছে দেব।


ঠিকই শুনেছো আমার প্রিয় দুঃখী বন্ধুরা
আমি সর্বদা প্রস্তুত, তোমাদের দুঃখ ৩৬৫ দিন নেওয়ায় জন্য, দুয়ার খোলা।
একটু কষ্ট করে এসো
আমার অগণন এই বর্ণ সঙ্গীত শুনে,
ব্যর্থ করোনা আমায় হে মনুষ্য বর
শিমুল তুলোর মতো ছড়িয়ে দেবো আমার সুখ গুলো,
তোমাদের পৃথিবী তলে।


দারুন ,দারুণ সুখে আছি –দারুণ!


রচনা–বিপ্লব দাস
২০১৯(সন্ধ্যে ৬টা৪১)