"ঢের নেই আমি"
   বিপ্লব দাস


হে প্রিয়  প্রিয়তর প্রিয়তম তুমি কি টের পাচ্ছ ?
বলোনা তুমি কি টের পাচ্ছ?
আমাদের একেকটা দিনগুলি চোখের সামনে আত্মঘাতী হচ্ছে ,
যক্ষা রোগে মৃত্যু হচ্ছে ,
হার্ট অ্যাটাক করছে ,
নগন্য কারণে শায়িত হচ্ছে অন্ধকারে ।


ভাসো না ভাসো না একটিবার
হন্যে হয়ে তীব্র সাইক্লোনে।


এ প্রস্থান গুলোর মাঝে আমাদের আবেগ মন কিছুই কি কার্যকরী হচ্ছে না?
বিচ্ছিন্নের বিজ্ঞপ্তি না ফুটে উঠুক এই শহরের দেয়ালে দেয়ালে।
তুমি জুতো জোড়া খুলে,
প্রবেশ কর আমার হৃদয়ে..
প্রত্যয়ী অজস্র বেলুন অপেক্ষা করছে তোমার জন্য
তোমার নিঃশ্বাসের সুনামিতে উড়বে বলে।


হে প্রিয় প্রিয়তর প্রিয়তম
তুমি কি টের পাচ্ছ?
আমার 'আমি' টা বিলীন হয়ে
যাচ্ছে তোমার কাছে থেকে।


সত্যি বলছি যখন তুমি টের পাবে দেখো..
ঢের নেই আমি আর তোমার জীবনে।।


রচনা–বিপ্লব দাস
তাং–১৪/০১/২০২৩
৮টা ৫৫মিনিট রাত